মেধাবীরা না এলে অযোগ্যরাই মন্ত্রী হবে : ওবায়দুল কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৫ জুলাই ২০১৭ , ০৭:১৮ পিএম


মেধাবীরা না এলে অযোগ্যরাই মন্ত্রী হবে : ওবায়দুল কাদের

রাজনীতিতে মেধাবী, সৎ ও চরিত্রবানরা না আসলে রাজনীতির মঞ্চ মেধাশূন্য হয়ে পড়বে। মেধাশূন্যরা দেশ চালাবে। অযোগ্যরাই মন্ত্রী, এমপি হবে। এজন্য শিক্ষিত যুবসমাজকে রাজনীতিতে আসতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে। 

বিজ্ঞাপন

বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

শনিবার (১৫ জুলাই) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, নিরব সুনামির মতো সারাদেশে ইয়াবা ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে তরুণ সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিঞা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক প্রফেসর ড. আবুল হোসেন।

বিজ্ঞাপন

এর আগে সকালে মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

বিজ্ঞাপন

পরে তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে শোভাযাত্রায় অংশ নেন।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission